আমার ভারত ব্যুরো: উহান মার্কেট থেকে করোনা ছড়ানোর রিপোর্টকে মান্যতা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সারাবিশ্বে করোনা ভাইরাস এর মারণ খেলা শুরু হওয়ার পর থেকেই অভিযোগ উঠেছিল করোনা ভাইরাস এর কেন্দ্রবিন্দু চীনের উহান প্রদেশের সি ফুড মার্কেট।
যদিও প্রথমে ইটা মান্যতা দিছিলো না বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু শুক্রবার WHO এই উহান মার্কেট কেই করোনার কেন্দ্র বিন্দু বলে মেনে নেয়।
আরও পড়ুন: ভাইরাল দুই মাথা যুক্ত বিরল সাপ ! রইলো ভিডিও, দুর্বল হার্ট যাদের তারা দেখবেন না
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বিশেষজ্ঞ, পিতার বেন এমবারেক বলেন, " সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছিল তা এখনো আমরা পরিষ্কার ভাবে জানিনা।"
আরও পড়ুন: করোনা কে দমন করার শক্তি আছে গঙ্গাজলে? আইসিএমআর কে গবেষণার প্রস্তাব কেন্দ্রের
এবং তিনি আরো জানান "তবে এখনো এটা বলা যাচ্ছে না যে জীবজন্তুদের শরীর থেকেই এই ভাইরাস দোকানদারদের শরীরে সংক্রমিত হয়েছিল।"
আরও পড়ুন: বাড়িতে 'করোনা' আসায় আনন্দে আত্মহারা হলেন তৃণমূল সাংসদ
উহানের মার্কেটের ভূমিকা নিয়ে প্রথমবার মুখ খুলল WHO , এতদিন তারা এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
আরও পড়ুন: গ্রাহকদের সব তথ্য চীনে পাঠাচ্ছে Xiaomi! Redmi ও Mi ফোন কি আদেও নিরাপদ?
যদিও অনেকের ধারণা বাদুড়, সাপ বা ওই জাতীয় কোনো প্রাণীর শরীর থেকেই এই সংক্রমণ ঘটেছে।
এমনকি অনেকে এটাও মনে করেছেন চীন তাঁদের লাইব্রেরিতে গবেষনার মাধ্যমে এই ভাইরাস এর জন্ম দিয়েছে।
যদিও এখনো এসব ব্যাপার এ কোনো প্রমান কারো হাতেই আসেনি।
আরও পড়ুন:অসহায় মানুষের দেবদূত "সংকল্প" ! মানুষের জন্য মানুষের পাশে
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.