আমার ভারত ব্যুরো: জীবনে অনেকরকমের সাপ দেখলেও দুই মাথা বিশিষ্ট স্যাপ হয়তো অনেকের কপালেই দেখা মেলে না। যেহেতু দুই মাথা বিশিষ্ট তাই এই সাপের আছে দুটি মুখ, দুটি শিষ এমনকি চারটি চোখ।
বনবিভাগের এক করতে সুশান্ত নন্দা ৭ মে রাত্রি ৯.৩৩ এ একটি ভিডিও ট্যুইট করেন, এবং সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। এখনো পর্যন্ত ২৫,০০০ মানুষ ভিডিওটি দেখেছেন।
সুশান্ত নন্দা জানিয়েছেন তাঁরা সাপটিকে ওড়িশার কেও কেওনঝড় জেলার এক জঙ্গল থেকে পেয়েছেন এবং এই সাপটির নাম ওলফ স্নেক(Wolf Snake)বলে তিনি জানান।
এবং তিনি আরও জানান এই স্যাপ এর বিষ থাকে না এবং যেহেতু এই সাপ এর দুটি মাথা তাই এই সাপ আলাদা ভাবে খাবারের সন্ধান করে।
সূত্রের খবর পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.