Advertisement

২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, কারা কারা টাকা পাবেন দেখে নিন একনজরে



আমার ভারত ব্যুরো: করোনা সংক্রমণে দেশের অর্থনীতির বেহাল দশা থেকে দেশ কে বাঁচাতে অর্থনীতির ওপর জোর দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে আত্মনির্ভর করার জন্য ১২ তারিখ সন্ধ্যা ৮ তাই জাতির উদ্দেশ্যে ভাসান দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন-

"দেশের এই সংকটে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করছি।"

"২০২০ সাল ভারতকে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য সবে মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে।"

"প্যাকেজে প্রধানত ল্যান্ড, লেবার, লিকিউডিটি, ও লসের প্রতি জোর দেওয়া হচ্ছে।"
"পাকের এই টাকা দেশের জিডিপির ১০ শতাংশ।"

"এই প্যাকেজ দেশের কৃষক, শ্রমিক, গরিব, মধ্যবিত্ত, এমনকি শিল্পতিদের জন্যও।"

"প্যাকেজের ব্যাপার এ  বিস্তারিত বলবেন অর্থমন্ত্রী।"

আরও পড়ুন- গরমে সুস্থ থাকার ট্রিপ্স, এবং কোন কোন খাবার তালিকা থেকে বাদ দেবেন দেখে নিন।

লকডাউনের ব্যাপারে এ তিনি বলেন-

" দেশে চতুর্থ দফার লকডাউন হবে একদম অন্যরকম। দেশের রাজ্যগুলির থেকে এই ব্যাপার এ পরামর্শ নেওয়া হচ্ছে, ১৮ মে এর আগেই এই নিয়েই বিস্তারিত ঘোষণা করা হবে।"

দেশের সংকট মুহূর্ত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন-

"এই সংকট আমাদের অনেক কিছু শিখিয়েছে।"

"এই সংকট এতটাই বড়ো যে বড়োসড়ো ব্যবস্থা কে ধ্বংস করে দিয়েছে।"

" গত ৬ বছরে যে সংস্কার হয়েছে তাতে এই সংকটের সময়ে ভারতের মানুষ তা সামলে নিচ্ছে।"

"একটা ভাইরাস দুনিয়াকে নাস্তানাবুদ করে দিয়েছে।"

আরও পড়ুন- বাংলার রুক্ষ জমিতে শুরু হবে "মাটির সৃষ্টি" প্রকল্প, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

"গোটা দুনিয়া এখন জীবন বাঁচাতে যুদ্ধ করছে, এমন সংকট আমরা আগে কখনো দেখিনি, শুনিনি।"

"এই সংকট সময়ে সব নিয়ম পালন করে আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে।"

"সংকটের থেকেও দীর্ঘ শক্তিশালী করতে হবে আমাদের সংকল্পকে।"

"এই সংকটে বিস্বকেও দেখেছি, আর ভারতকেও দেখেছি।"

আরো পড়ুন- ৩ বছর সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন আপনিও । আমজনতার জন্য বড়ো সিদ্ধান্ত ভারতীয় সেনার

"এখন একটাই পথ ভারতকে আত্মনির্ভর হতে হবে। রাষ্ট্র হিসাবে আমরা এক বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, এটাকে সুযোগ হিসাবে নিতে হবে।"

"করোনা শুরুর সময়ে দেশে পিপিই ছিল না পর্যাপ্ত এন-৯৫ মাস্ক ছিল না, এখন রোজ দেশে ২ লাখ পিপিই ও ২ লাখ যেন-৯৫ মাস্ক তৈরি হচ্ছে।"

"বিশ্বে আত্মনির্ভরতার সংজ্ঞা বদলে গিয়েছে। পুঁজিবাদ বনাম মানবতাবাদ এর লড়াই শুরু হয়েছে।"

"এই সময়ে ভারতের ওষুধ বিদেশে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এই জন্য ভারতের গর্ব করা উচিত।"

"আত্মনির্ভর ভারত ৫ পিলারের ওপর দাঁড়িয়ে পরিকাঠামো, সিস্টেম, টেকনোলজি, ডেমোগ্রাফি, ডিমান্ড।"





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ