আমার ভারত ব্যুরো: এবার দেশের সাধারণ মানুষেরাও ৩ বাছরের জন্য দেশের সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। খুব শীঘ্রই এই ব্যাপার এ একটি প্রস্তাব উত্থাপন করার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই এই বিশেষ ব্যবস্থা "ট্যুর অফ ডিউটি" নিয়ে পরিকল্পনা করছে ভারতীয় সেনা।
বুধবার ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, "দেশের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে সফরের পর জানা গিয়েছে অনেক তরুণ সেনায় যোগ দিতে প্রবল আগ্রহী। একজন সৈনিকের জীবনের স্বাদ তারাও উপলব্ধি করতে চাই।"
নারাভানে আরও বলেন- " বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের অফিসাররা পড়ুয়াদের সাথে আলোচনা করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে আমাদের আধিকারিকরা মনে করেছেন, তরুণরা সৈনিকের জীবন কেমন হয় তা জানতে আগ্রহী, ক্যরিয়ার হিসাবে না হলেও, তাঁরা সেই অভিজ্ঞতা পেতে চাই। তাই আমরা মনে করছি একটা সুযোগ তাদের দেওয়া উচিত।"
এছাড়ার তিনি আরও জানান " টুর অফ ডিউটি প্রকল্পে ৩ বছরের জন্য সাধারণ মানুষকে কাজ করার সুযোগ দিলে সেনায় অনেক যুবক যোগ দেবে। পাশাপাশি সমাজও সুশিক্ষিত ও শৃংখলাপরায়ণ ব্যক্তি পেয়ে উপকৃত হবে।"
সূত্রের খবর, প্রাথমিক ভাবে ১০০ জন অফিসার ও ১ হাজার জওয়ানকে নিয়োগ করা হবে, যদি সেই মডেল সফল হয় তাহলে ভবিষ্যতে আরও পদে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
আরও পড়ুন- গরমে সুস্থ থাকতে যে সমস্ত খাবার কাওয়া উচিত
সুযোগ সুবিধার মধ্যে ৩ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তারা এক থোক টাকা সাম্মানিক পাবেন, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যান তো ওই মৃত ব্যক্তির পরিবার একই সুযোগ সুবিধা পাবেন যা একজন সেনা পেয়ে থাকেন।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.