-:পরিযায়ী:-
ইন্দ্রানী সমাজী
"পরিযায়ী" এই শব্দটির অর্থ যেমন পাখির ক্ষেত্রে বোঝায় তারা তাদের অনুকূল পরিবেশের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক তেমনি মানুষও তাদের দুমুঠো অন্নের জন্য এক জায়গা থেকে অন্য জায়গা পারি দেয়।
মাঝে মাঝে শোনা যায় এই গনতান্ত্রিক দেশের দুই ভাগ, যা কী না একটা ভাগ মানুষের আর একটা পরিযায়ীদের। অনেক মানুষ আছে যারা পরিযায়ী নামটা বহন করে বাস করছে এই দেশে।
পরিযায়ীদের খিদের দায় কিন্তু রাষ্ট্রের নেই, কেনই বা থাকবে তারা তো পরিযায়ী।
এখানে একটা নিয়ম চলে আসছে, ভোটের আগে নেতারা জনগণের কল্যাণের জন্য উতলা হয়ে ওঠে আর ভোটের পর , ভোট তো হয়ে গেছে এখন আর তোমাকে তাদের দরকার পড়ে না। আচ্ছা তুমি বা তোমার মতো মানুষরাই তো দেশের অর্থনৈতিক ব্যবস্থার একমাত্র মূল অবলম্বন। কিন্তু তাতে আর নেতাদের কী আসে যায়। এখন সবাই স্বাথপর, কাজ মিটলে আর প্রয়োজন হয় না তাই সব শেষ।
আরও পড়ুন- আমার মা - সম্রাট সাঁতরা | ম্যাগাজিন
তাই এই যে ঔরঙ্গাবাদে ট্রেন দুর্ঘটনা হল , পরিযায়ীদের শুকনো রুটি যে ট্রেন লাইনে পরে থাকতে দেখা গেল, তাদের যে দেহ নিমেষে ছিন্নভিন্ন হয়ে শেষ হয়ে গেল তাতে শাসকের কিছু আসে যায় না। চোখে জল তো দূরের কথা শুধুমাত্র ২ দিনের লোক দেখানো সহানুভূতিটা খুব কষ্ট করে বহিঃপ্রকাশ করে। এই দুর্ঘটনাই মে ১৬ খানা পরিবার অনাথ হয়ে গেল তাদের কিন্তু দায় কেউ নেয় না শুধুমাত্র টাকা দিয়ে চলে যায়। কেনই বা দায় নেবে তারা যে পরিযায়ী।
আরও পড়ুন- মানভঞ্জন- দেবাশিস | ম্যাগাজিন
তোমাদের মৃত্যুর জন্য এত বিদ্যমান ব্যাক্তির কেউ কিন্তু মুখ খোলেননি । আর কেনোই বা মুখ খুলবে? কে তুমি? নিছক একজন পরিযায়ী শ্রমিকমাত্র।
একটা ভাইরাস বুঝিয়ে দিল তোমরা কারা।।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.