আমার ভারত ব্যুরো: আবারো এক বড়োসড়ো আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্য আসলো ভারতের হাতে।
' হিন্দুস্তান টাইমস' এর- রিপোর্ট অনুযায়ী, প্রায় ২২ জন জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী নেতাকে ভারতের হাতে তুলে দিলো মায়ানমার সরকার। সূত্রের খবর এই সাফল্যের কৃতিত্ব এনএসএ অজিত ডোভালের হাতেই যায়।
অসম ও মনিপুরের 'ওয়ান্টেড' তালিকায় থাকা এইসমস্ত জঙ্গিদের গত শুক্রবার ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশেষ বিমানে করে তাদের ভাড়াটে নিয়ে আসা হয়েছে বলে জানা যাচ্ছে।
এক অফিসারের কথায় এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ভারত ও মায়ানমারের বন্ধুত্বের সম্পর্কের জন্যই। এমনকি তিনি আরও বলেন ইটা যে ভারতের জন্য একটা বোরো সাফল্য তা র বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন-৩ বছর সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন আপনিও । আমজনতার জন্য বড়ো সিদ্ধান্ত ভারতীয় সেনার
অজিত ডোভালের নেতৃত্বে এই অপেরেশনে যে সমস্ত জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে তারা হলো- ক্যাপ্টেন সানতোম্বা নিংথোজাম ( UNLF), লেফটেন্যান্ট পশুরাম লাইশ্রাম (PREPAK-PRO), রাজেন দাইমারি, ক্যাপ্টেন সাইসুমা বসুমাতারি ( NDFB-S)। এদের মধ্যে ১২ জনের কার্যকলাপ মনিপুরে ও বাকিদের অসমে।
আরও পড়ুন- BREAKING NEWS | বাতিল করা হলো উচ্চমাধ্যমিক এর বাকি পরীক্ষা, বিস্তারিত জানুন
গত বছর ফেব্রুয়ারী, মার্চ মাসে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী মায়ানমার এই অভিযান চালায়, এবং মায়ানমারের প্রায় ১৬০০ কিলোমিটার এলাকাজুড়ে ঘাঁটি গেড়ে বসে থাকা এই সমস্ত জঙ্গিদের ধরতে সফল হয় মায়ানমার মিলিটারি।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.