Advertisement

বাংলার রুক্ষ জমিতে শুরু হবে "মাটির সৃষ্টি" প্রকল্প, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী



আমার ভারত ব্যুরো: রাজ্যের ৬ জেলায় "মাটির সৃষ্টি" প্রকল্প গড়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মূলত যে সব এলাকার মাটি রুক্ষ এবং অনুর্বর সেই জায়গা গুলিতেই প্রায় ৫০ হাজার একর এলাকা জুড়ে এই প্রকল্প গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর নবান্নে দেওয়া তথ্য অনুযায়ী প্রায় সাড়ে ৬ হাজার একর জমিতে কাজ শুরু হয়ে গেছে। বাঁকুড়া, পুরুলিয়া,বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এই ৬ টি জেলায় তৈরি হবে এই "মাটির সৃষ্টি" প্রকল্প।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই এলাকা  কৃষকদের নিয়ে সমবায় সমিতি গড়ে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়া তিনি আরও জানিয়েছেন রাজ্যের যে জেলা গুলিতে রুক্ষ মাটি কৃষিকাজ ভালো হয় না মূলত সেই এলাকাগুলিতেই তৈরি হবে এই প্রকল্প।

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ