Advertisement

অসহায় মানুষের দেবদূত "সংকল্প" ! মানুষের জন্য মানুষের পাশে


আমার ভারত ব্যুরো: "সামাজিক দায়বদ্ধতা" শব্দদুটির সাথে পরিচিত অনেকেই, পালন করার প্রতিশ্রুতিও দেয় অনেকেই কিন্তু পালন করতে সবাই পারে না। 

পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন মানুষ করোনার সাথে যুদ্ধ তে ব্যস্ত, কর্মহীন মানুষ যখন পরিবারের মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যর্থ, দিন আনা দিন খাওয়া মানুষ গুলো যখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন ঠিক তখনই দেবদূতের মতো তাদের পশে এসে দাঁড়ালো "সংকল্প"। 

কি এই "সংকল্প"? কারাই যুক্ত এই "সংকল্প" এর সাথে? কেনই বা তাদের এরকম সংকল্প ?


শুরু টা হয়েছিল ২০১২ তে, নিমতার কিছু স্থানীয় বন্ধুরা মিলে তৈরি করে এক সামাজিক সংগঠন, নাম দেন "সংকল্প"।
তাদের প্রধান উদ্দেশ্য ছিল-  বাঙালির বড়ো উৎসব দূর্গা পূজা তে যখন সবাই নিজের নিজের আনন্দ, হাসি খুশি নিয়ে মেতে থাকেন পছন্দের পোশাক কেনাতে ব্যস্ত থাকেন। তখন কিছু মানুষ যাদের নিজস্ব বসবাসের ঠিকানা নেই, ভালো খাবার কি জিনিস তা তাদের স্বপ্নতে থাকে,ফুটপাথে জীবন অতিবাহিত করেন সেইসব মানুষগুলোর পাশে দাঁড়ানো। 


তখন থেকে শুরু করে প্রতি বছর দূর্গা পূজা তে কখনো ফুটপাথের দুঃস্থ মানুষের পশে দাঁড়ান, কখনো থ্যালাসেমিয়া বা ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ান।
দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা যাদের হৃদয়ে গাঁথা তারা কি পৃথিবীর এই চরম দুঃসময়ে চুপচাপ বসে থাকতে পারেন?


না পারেন না। আর তাই প্রায় ৫০ টি পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন মানুষের নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী ।


"সংকল্প" প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল,তেল,নুন,আলু,পেঁয়াজ, ডিম,সোয়াবিন,মুড়ি, সাবান,এমনকি ওষুধ ও তুলে দিয়েছেন।


"সংকল্প" যে শুধু বর্তমান এর কথা ভাবেন তা নয়, তারা ভবিষ্যতের কোথাও ভাবেন, ভবিষ্যতের পাশেও থাকতে চান। তাই তাঁরা কিছু গর্ভবতী মহিলার হাতে MOTHERS HORLICKS,


কিছু পরিবারের শিশুদের জন্য CERELAC,  কিছু অল্প বয়সী বাচ্চাদের হাতে JUNIOR HORLICKS ও তুলে দেন। 

মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের মুখে হাসি ফুটিয়ে তাঁরা প্রমান করেছেন "মনুষত্ব" শব্দ এখনো পৃথিবী থেকে বিলীন হয়ে যায়নি। 

যেকোনো ধরণের সাহায্যের জন্য আপনারা "সংকল্প" এর সাথে যোগাযোগ করতে পারেন ওনারা সর্বদা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ।

যোগাযোগ এর মাধ্যম: 
+916290062807 ( Ranabir Roy )
+918240280190 ( Chandan Das )
+918777794743 ( Judhajit Das )
Pratapgarh, Nimta, Kolkata-700049

যদি কোনো সহৃদয় মানুষ "সংকল্প" এর পাশে থাকতে চান, তাঁদের কে আর্থিকভাবে সাহায্য করে তাঁদের যাত্রাপথ ক আরো সুগম করতে চান তো নিচে দেওয়া উপায় গুলি অবলম্বন করতে পারেন:-
Name: Ranabir Roy
Google Pay No:+916290062807 
Phone Pay No: +916290062807

Name:  Chandan Das
Google Pay No:+918240280190
Phone Pay No: +918240280190

Name: Judhajit Das
Google Pay No:+918961990799
Phone Pay No: +918961990799
Paytm No: +918961990799

ওই সংগঠনের প্রতিটি  মানুষকে স্যালুট জানাই। জয়হিন্দ !









একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

If you have any doubts, please let me know.