আমার ভারত ব্যুরো: সারা পৃথিবী যখন কোবিড-১৯ এর সাথে যুদ্ধে ব্যস্ত, দিন আনা দিন খাওয়া মানুষগুলো যখন নিজেদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে, সেই মহুর্তে তুলুনামূলক অবস্থাপন্ন বাড়ির মানুষ থেকে শুরু করে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিও সাধারণ মানুষের পাশে থাকতে চাইছেন।
এমন সময় আমির খান কে কেন্দ্র করে একটি ঘটনা রটে যায়। আমির খানকে নিয়ে ছড়ানো গুজব অনুসারে, আমির খান কিছু দরিদ্র মানুষ কে সাহায্য করার কথা ঘোষণা করেন।
এবং তিনি জানান প্রত্যেককে ১টি করে আটার প্যাকেট দেওয়া হবে। একটা করে আটার প্যাকেট দেওয়া হবে শুনে তুলনামূলক অবস্থাপন্ন বাড়ির কেও সেখানে উপস্থিত হয়নি, যারা প্রকৃত পক্ষে গরিব তারাই এসেছিলেন আটটার প্যাকেট নিতে, প্রত্যেককে ১ টি করে আটার প্যাকেট দেন আমির খান।
বাড়ি ফিরে যখন আটার প্যাকেট খোলে তখন সবাই দেখে প্যাকেট এর মধ্যে ১৫,০০০ টাকা করে রয়েছে। দন্যবাদ জানাই সবাই তাঁকে এরকম একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্যে।
এই ঘটনা কানে যায় আমির খানের এবং তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন তার উপস্থিততে এরকম কোনো ঘটনাঘটেনি।
আমির খান সম্প্রতি তাঁর টুইট্যার হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়ে দিয়েছেন যে, তাঁর সম্বন্ধে মিথ্যা গুজব রটছে, তিনি এই ত্রাণ এর সম্পর্কে কিছুই জানেননা।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.