আমার ভারত ব্যুরো: করোনা পরীক্ষায় এবার বাঙালী বিজ্ঞানীদের তৈরি বিশ্বের সবচেয়ে সস্তার কিট চেয়ে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মাত্র ৯০ মিনিটের মধ্যেই ৫০০ টাকার তৈরি এই কিট বলে দেয় কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাস এর উপস্থিতি।
এই কিত্ তৈরি করেছেন দক্ষিণ ২৪ পরগণার একটি বায়টেক সংস্থা। শনিবার এই সংস্থার সাথে যোগাযোগ করে হু। এইদিন রাজ্যের উপাচার্যদের সাথে ভিডিও কনফারেন্স বৈঠক চলাকালীন বিষয়টি জানতে পারেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিষয় টি জেনে অভিনন্দন জানান পার্থবাবু।
দুই মাস ধরে নিরলস প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে সস্তা মাত্র ৫০০ ট্রেকার এই কিট তৈরি করেছে দক্ষিণ ২৪ পরগনার জিসিসি বায়টেক।
আইসিএমআর অনুমোদিত এই কিটের জন্য সংস্থার অধিকর্তা ড. রাজা মজুমদারের সাথে যোগাযোগ করেন WHO। ড. রাজা মজুমদারের বলেন " WHO আমাদের সাথে যোগাযোগ করেছে, রবিবার ১০০০ কিত্ আমরা পাঠাচ্ছি। পৃথিবীর বিভিন্ন আমাদের কিট যদি দুঃস্থ দের কাজে লাগে তাহলে আমাদের গবেষণা সার্থক হবে।"
কিন্তু কিভাবে এতো সস্তায় মাত্র ৫০০ টাকায় এই কিট তৈরি করা গেলো জিজ্ঞেস করাতে ওই সংস্থার অন্যতম সদস্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌস্তভ জানিয়েছেন " কীটের জন্য ব্যবহৃত কোনো কাঁচামাল বিদেশ থেকে জানান হয়নি, সাম্প্ৰাণ দেশীয় প্রযুক্তিতে, এমনকি দেশীয় উপকরণের মাধ্যমে এই কিত্ তৈরি করা হয়েছে । তার ফলেই এতো কম দামে এই পরীক্ষা করা সম্ভব।"
সংস্থার অন্য সদস্যের কথায় ICMR অনুমোদিত এই কিট দিয়ে দিনে অন্তত ১০০০ জনের পরীক্ষা সম্ভব। এবং তারা আরো জানিয়েছেন এই মুহূর্তে তারা মাসে এক কোটি কাজ উৎপাদন এর কাজ চালাচ্ছেন।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.