আমার ভারত ব্যুরো: গ্রাহকের সব তথ্য অনুমতি ছাড়াই চীনে পাঠাচ্ছে শাওমি এমনই অভিযোগ উঠলো শাওমি কোম্পানির বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে এনেছে ফোর্বস ম্যাগাজিন।
ফোর্বস ম্যাগাজিনের দেওয়া রিপোর্ট অনুযায়ী শাওমি গ্রাহকদের অনুমতি ছাড়াই তাদের ব্রাউজিং ডেটা পাঠিয়ে দিচ্ছে আলিবাবার সার্ভারে।ইন্টারনেট সুরক্ষার গবেষক সারলিগ ও আন্ড্রু টিয়ের্নি শাওমি ফোনের এই সুরক্ষার গাফিলতি সামনে এনেছেন।
Get Special Discount on Amazon
গবেষকের দাবি অনুযায়ী রেডমি ( Redmi ) ও মি (Mi ) তাদের মোবাইলের প্রিইন্সটল আপস গুলির সাথে সাথে 'ইনকগনিটো' মোডের ব্রাউজিং ডেটা গুলোও পাঠিয়ে দেয় চিনের সার্ভার এ।
যদিও শাওমি কোম্পানি এই অভিযোগ অস্বীকার করে দিয়েছে। তাদের দাবি ইউজারদের কোনো গোপন তথ্য চিনে পাঠানো হয় না।
ফোর্বস জানিয়েছে যখন কোনো ইউজার ফোনের ডিফল্ট ব্রাউজের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তখন গ্রাহকের সার্চ ও ব্রাউসিং ডেটা সংগ্রহ করে নেই কোম্পানি।
আরো পড়ুন Mi 10 5G ভারতে লঞ্চ হবে ৮ মে, থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা,স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর
সারলীগ এর দেওয়া তথ্য অনুযায়ী রেডমি নোট ৮ ফোনের ব্রাউজিং ডেটা আলিবাবা এর সার্ভার এ পাঠিয়েছে। এমনকি সারলীগ এও জানিয়েছেন ফোনের নিউজফীড এ ফিচারের সাহায্যে গ্রাহকরা যে যে খবর দেখেন সেই সমস্ত তথ্য ও পাঠিয়ে দেওয়া হয়।
স্বভাবতই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যও চীনের সার্ভার এ চলে যাওয়ার সম্ভবনা কিন্তু থেকেই যাচ্ছে। শুধু যে চীনের সার্ভার এই তথ্য পাঠানো হচ্ছে তাই নয় তথ্য যাচ্ছে রাশিয়া ও সিঙ্গাপুরের ব্রাউজারেও।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.