Advertisement

করোনা কে দমন করার শক্তি আছে গঙ্গাজলে? আইসিএমআর কে গবেষণার প্রস্তাব কেন্দ্রের



আমার ভারত ব্যুরো: হিন্দুধর্মীয় মানুষের কাছে গঙ্গা নদী ও গঙ্গাজল অতি পবিত্র।

এমনকি ভারতের অনেক মানুষ মনে করেন গঙ্গার জলে আছে বহু রোগের প্রতিরোধের ক্ষমতা ।


অনেকেই মনে করছেন করোনার হাতিয়ারও হয়তো এই গঙ্গার জলই হতে পারে।

এই ব্যাপারে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকও ( Ministry of Jalshakti) দাবী করছেন, করোনার সুরাহা করতে গঙ্গাজল কাজে লাগতে পারে।


 তাঁদের যুক্তি অনুযায়ী গঙ্গার জলে আছে প্রচুর পরিমাণে ব্যাক্টেরিওফাজ, যা অনেক রকম রোগকেই প্রতিরোধ করতে পারে।
 তাই ICMR অর্থাৎ Indian Council of Medical Research কে জলশক্তি মন্ত্রক অনুরোধ জানান গঙ্গার জল নিয়ে গবেষণা করতে। 
কিন্তু ICMR তাতে রাজি হয়নি, ICMR এর তরফে বলা হয়েছে গঙ্গার জলে করোনা দমন করা যাবে এরকম কোনো প্রমাণ তাদের হাতে নেই, আর তাছাড়া তারা এখন প্লাজমা থেরাপি নিয়ে গবেষণার কাজ করছে। তাই এই মুহূর্তে গঙ্গাজল নিয়ে গবেষণা করে সময় নষ্ট করতে পারবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ