তর্পণ
মল্লিকা চ্যাটার্জী রায়।
গুঞ্জরিত আজ গুঞ্জরিত শোন চারিধার
পিতৃতর্পণে ব্যাস্ত সকল স্বজন সমাহার।
মন্ত্র পাঠেতে মুখরিত দেখ
গঙার চারিধার
প্রয়াত আত্নার সমাগমে আজ
মহালয়ার সাজ।
" যে অবান্ধবা বান্ধবা বা
যেন্য জম্মনি বান্ধবা"
" যেথাং ন মাতা
ন পিতা ন বন্ধু"
বীরেন্দ্র কিশোরের মন্ত্র পাঠেতে
শুভ সুচনার আয়োজন
তর্পনে তাই শান্তিতে ফেরো
মৃত আত্নার প্রিয়জন।
শুভ মহালয়ার শুভ তিথিতেই
দেবীপক্ষের বোধন
প্রতিপদে ঘট বসিয়ে জানালাম
মায়ের আগমন।
বসন্তকালে মায়ের আরাধনাকে এখন
বাসন্তীপূজা বলে
ত্রেতা যুগে মা গো শরতে এলে
সতী উদ্ধারের ফলে।
তোমার অকাল বোধনের আগে রামের
পিতৃপক্ষের শান্তি কামনায়
মর্তলোকে আত্নারা সমাগম করে
এ শুভ মহালয়ায়।
শুভ মহালয়া - শুভ মহালয়া - শুভ মহালয়া
শুভারম্ভের সূচনা
শান্তি সুখের বারতা নিয়ে
আসছে দুর্গা মা।
...সমাপ্ত...
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.