Advertisement

মাটি ছাড়াই করা যাচ্ছে চাষ। উন্নত প্রযুক্তির চাষ শুরু করে তাক লাগিয়ে দিলো পূর্ব মেদিনীপুরে | Amar Bharat


আমার ভারত ব্যুরো: বর্তমানে প্রাকৃতিক চাষবাসের থেকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে উন্নত প্রক্রিয়ার চাষবাস। এরকম এ একটি অত্যাধুনিক কৃষিকাজের নাম হলো হাইড্রোপনিক (Hydroponic) কৃষি পদ্ধতি। এই অত্যাধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে মাটি ছাড়াই সম্ভব চাষবাস করা। এই পদ্ধতিতে মাটির পরিবর্তে জল ব্যবহার করা হয়ে থাকে। জল এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের মাধ্যমে ফসল ফোলানো সম্ভব।


যে দেশ জনবহুল, চাষের জমি কম সেসব দেশে বাড়ির ছাদে, উঠোনে, পলি টানেল এ এই হাইড্রোপনিক পদ্ধতিতে সফল ভাবে চাষবাস করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিতে চাষবাস বেশিরভাগ হয়ে থাকে আমেরিকা, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশগুলিতে। 


বর্তমানে এই পদ্ধতিতে চাষবাস করে ফসল ফলাতে পেরেছেন বাংলার পূর্ব মেদিনীপুরের কৃষকও। 

এই পদ্ধতিতে চাষবাস  করার সবথেকে সুবিধা হলো কম কীটনাশক ব্যবহার করে সারা বছরেই কৃষিকাজ করা সম্ভব। যেহেতু মাটি ছাড়াই কৃশকায় সম্ভব তাই অনুর্বর এবং উপকূলীয় লবনাক্ত এলাকাতেও এই পদ্ধতিতে সফল ভাবে কৃষিকাজ করা সম্ভব।  

এই চাষ সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং এই পদ্ধতির চাষে কীটপতঙ্গের আক্রমণ খুব কম হওয়ায় কীটনাশক এর ব্যবহার প্রায় হয় না বললেই চলে। 

পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের হর্টিকালচার দপ্তরের কর্মী সংকর আচার্যের কথায়, " একটি বেসরকারি এগ্রিটেক সংস্থার প্রতিষ্ঠাতা দুই উচ্চ শিক্ষিত যুবক চাষি এই নতুন প্রযুক্তি ব্যবহার করে বেশি লাভে চাষবাসের পথ দেখাচ্ছেন। আমরা দেশপ্রাণ ব্লকের আত্মা প্রকল্পে হাইড্রোপনিক কিচেন গার্ডেন ডিসি তৈরি করছি যা জেলায় প্রথম। আগামীদিনে  নিত্যনতুন চিন্তাভাবনার সফল রূপায়ণ আমরা দেখতে পাবো। " 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ