Advertisement

Itihash na Galpo- Mehedi Hassan | ইতিহাস না গল্প- মেহেদী হাসান | Amar Bharat


ইতিহাস না গল্প

মেহেদী হাসান

একদিন দেখ ইতিহাস হবে 

 আমার ভালবাসার

গতানুগতিক নয় ভিন্ন ধারার 

     যা শুধুই হবে আমার।

লাইলী - মজনু শিরি - ফরহাদ আর

     চন্ডিদাস - রজকিনী 

প্রেমের পদ্য আর ইতিহাস জুড়ে

     এরা প্রেমের শিরোমণি।

একে অপর কে ভালবেসে তারা 

      গড়েছে প্রেমের ইতিহাস

শত বাধা আর বিরহ বেদনা নিয়ে

    করেছে হা হুতাশ।

আমার গল্পটি পরস্পরের নয় 

      নিছকই শুধু আমার

নিদারুন কষাঘাতে অপেক্ষা করায়

     বাস্তবতার চাবুক তোমার।

ভালবাসার অপরাধে যতটা না

     হৃদয় রক্ত ঝরায় 

তার ও বেশী বুকটা পোড়ে

    আগুন ঝরানো ভাষায়।

পারস্পরিক আত্নিক ভাবনার গান

   এক স্বরলিপি না হলে

এক হৃদয়ের দহনের সুরে কি আর

      অন্য হৃদয় ভোলে ?

ভালবাসবেনা শর্ত মুড়িয়ে পেয়েছি

     ভালবাসার অধিকার

রাত জেগে শুধু তোমার পথ চেয়ে থাকা আমি

     পারিনি তাজমহল গড়িবার।

এইত আমি অসহায় প্রেম নিয়ে

   ভীষন আপন ভোলা

জীবন রংয়ে ভাসিয়ে ভেলা আবার

        জীবন কে করি হেলা।

ইতিহাস গড়ার প্রত্যয়ে আর হয় কি বলো

        অপেক্ষার নিশিযাপন

ধীরে ধীরে প্রান প্রনয় সাধনায় বুঝেছে

       তুমি নও আর তার আপন।

সত্যের বুকে সুখের মুখ লুকিয়ে যবে

         তৃপ্তি তে ছাড়িলে শ্বাস

জানলে না নিঠুর কত ভালবাসায় লেখা হোল মোর

        জীবন শেষের ইতিহাস।


...সমাপ্ত...


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

If you have any doubts, please let me know.