তবে জানা যাচ্ছে কোবিড প্রোটোকল মেনে যাতে পরিষেবা স্বভাবিক করা যায় সেব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে এক গুচ্ছ নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্য। সেইসব নির্দেশিকা মেনে চললে স্কুল পরিষেবা নিরাপদে শুরু করা যেতে পারে বলে জানানো হচ্ছে রাজ্যের তরফে।
এক নজরে দেখে নেওয়া যাক নির্দেশিকা তে কি কি নির্দেশ মানতে বলা হয়েছে-
গোটা স্কুলকে স্যানিটাইজ করতে হবে।
এক একটি বেঞ্চে ২ জনের বেশি পড়ুয়া বসতে পারবেন না।
স্কুল ঢোকা বা বেরোনোর সময় প্রত্যেক পড়ুয়ার মধ্যে ১ মিটার দুরত্ত বজায় রাখা বাধ্যতামূলক।
স্কুলে থাকা কালীন কোনো পড়ুয়া বা কোনো শিক্ষক শিক্ষিকা তাদের মাস্ক খুলতে পারবেন না।
কোনো কারণে কোনো রকম স্কুলে জটলা করা যাবে না।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুধু পড়ুয়া নয়, পড়ুয়া দের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদেরও সুরক্ষাবিধির প্রতি অবগত থাকতে হবে।
তবে স্কুল খোলা হলেও বর্তমানে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী দেরই স্কুল এ যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে
।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.