Advertisement

Sharad Prate- Koyel Santra | Amar Bharat (শারদ প্রাতে- কোয়েল সাঁতরা)


 শারদ প্রাতে
কোয়েল সাঁতরা
১৬/০৯/২০২০

সরে গেছে বর্ষার কালো মেঘের ঘনঘটা,
আকাশ জুড়ে ছড়িয়েছে সোনালী রোদের উজ্জ্বল ছটা।
প্রভাতে শীতল শিশিরে ভিজেছে কোমল সবুজ ঘাস,
সরোবরে আনন্দেতে জলকেলি করছে শুভ্র হাঁস।
পুষ্করিনীতে কত শতদল হয়েছে প্রস্ফুটিত,
গুনগুন শব্দে গান গেয়ে ভ্রমরেরা আসছে অবিরত।

পদ্মপাতার ওপর শিশিরবিন্দু করছে টলমল,
শারদ প্রাতে সাদা মেঘে নীলাম্বর করছে ঝলমল।
আঙিনায় ঝরে পড়ে আছে সুবাসিত হাজারো শিউলি ফুল,
মাঠ জুড়ে ফলেছে আমনধান,হরিৎক্ষেত্র নদীর দুকূল।
আশ্বিনের শারদ প্রাতে ভেসে আসছে আগমনীর সুর,
মা আসছেন, মন বলছে আছো তুমি আর কতদূর!

পুজোর আনন্দে উচ্ছ্বসিত চারিদিকের বাতাস,
সাদা মেঘের মতো বনে বনে দুলছে সাদা কাশ।
কাশফুলে সাজিয়ে ঢাক,ঢাকিরা আসছেন দলে দলে,
শারদীয়ার আনন্দে সর্বাঙ্গ মেতে উঠেছে রগড়ের তালে তালে।
সূর্যের কিরণে চিকচিক করছে নদীর বালুচর,
নদীর স্বচ্ছ জলে রবির প্রতিবিম্ব খেলা করে দিনভর।
অস্তরাগে সূর্যের লাল আভা লাগিয়েছে যেন বধূর সিঁথিতে সিঁদুর,
মাধবী রাতের সুপ্ত প্রকৃতি,শারদ প্রাতে জেগে উঠে আবার বাজাবে নুপুর।

...সমাপ্ত...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ