শরতের আগমনী
মল্লিকা চ্যাটার্জী রায়
রামধনুর ওই সাতটি রঙে
সাতটি সুরের প্রাণ।
দশভুজারই আগমনী শোনায়
সেই সুরেরই গান।
কাশ ফুলেরই দোলায় যেন
লেগেছে পুজোর রেশ।
প্রকৃতি দেখো আপন খেলায়
মেতেছে ওগো বেশ।
পেঁজা তুলোয় আকাশ ভরা
মলয় সমীরণ।
শিউলিতে কেমন ভরেছে দেখ
আমার ঘরের অঙ্গন।
আকাশবাণীতে শুনি কতো নতুন
আগমনী গান।
কচিকাচাদের পোশাকে আসাকে
ভেঙেছে খুশির বান।
গ্রীষ্মের ঘাম,বর্ষার কাদা সরিয়ে
এসেছে শরৎ রানী।
আকাশে বাতাসে মুখরিত হয়
বীরেন্দ্রকৃষ্ণের মহিষাসুরমর্দিনী।
যে যেমন পারে সাজায় নিজেকে
সামর্থ আছে যার যতটুকু।
দুঃখ ভুলে আলিঙ্গন সুখে
রাখিনাকো ফাঁক টুকু।
সপরিবারে মা যে আসেন
কৈলাস ধাম হতে।
অনেক অপেক্ষার চারটি দিন
কেটে যায় কোথা হতে।
হিমেল পরশে জানান যে দেয়
শীতের আগমনী।
ছয় ঋতুর এই বঙ্গজীবনে তোলা থাক
আবার শরতের হাতছানি।
...সমাপ্ত...
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.