Advertisement

রাম মন্দির ট্রাস্ট থেকে কয়েক লক্ষ টাকা উধাও করে দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী । আমার ভারত


আমার ভারত ব্যুরো: রাম মন্দির ট্রাস্ট থেকে কয়েক লক্ষ টাকা উধাও করে দিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। 
পুলিশ সূত্রে জানা গেছে প্রায় 6 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। 

জালিয়াতিরা ক্লোন চেক ব্যবহার করে রাম মন্দির ট্রাস্ট থেকে টাকা জালিয়াতি করেছে বলে জানা গিয়েছে।
দুটি চেকের ক্লোন চেকের সাহায্যে এই টাকা তোলা হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যেয় অভিযুক্ত অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পট রায়।
ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে যখন ব্যাঙ্কের তরফে রাম মন্দির ট্রাস্টের সম্পাদকের কাছে ভেরিফিকেশন কল আসে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয় মোট 9 লক্ষ 86 হাজার টাকা তোলা হচ্ছে ট্রাস্টের ফান্ড থেকে আর তখনই টনক নড়ে মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের।

প্রথমে আড়াই লাখ সেপ্টম্বরের 1 তারিখ এবং তারপর সাড়ে তিন লাখ সেপ্টম্বরের 3 তারিখ তোলা হয়েছে।

যেহেতু চেক নম্বর গ্রাহক এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ ছাড়া কারও জানার কথা নয়, তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কেউ এ ব্যাপারে জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ক্লোন করা দুটি চেকেই মন্দির ট্রাস্টের সম্পাদকের সিগনেচার ছিল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ