অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সস (AIIMS) এর ডিরেক্টর ড: রণদীপ গুলেরিয়ার বক্তব্য অনুযায়ী আরো কয়েক মাস ধরে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্বক ভাবে বাড়তে বাড়ে, আরো বলেন দেশে করোনার "সেকেন্ড ওয়েভ" শুরু হয়ে গিয়েছে।
তবে করোনার এরকম আক্রমণাত্মক স্বভাব হয়তো ২০২১ এ থাকবে না বলে জানিয়েছেন তিনি। একটা নির্দ্ধিষ্ট সংখ্যা পর্যন্ত আক্রমণ মারাত্মক ভাবে বাড়লেও আস্তে শটে তা কমতে শুরু করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এতো কিছুর মধ্যেও যেটা আশার এল তা হলো সুস্থতার হার, অন্য দেশের তুলনায় ভারতে সুস্থতার হার অনেকটাই বেশি। ভারতে সুস্থতার হার প্রায় ৭৭.২৩ শতাংশ।
আপনিও হতে পারেন রিপোর্টার আপনার আশেপাশের ঘটে চলা বিভিন্ন ঘটনা ছবি সমেত আমাদের পাঠাতে পারেন আমাদের নং এ আমরা আপনাদের খবর পাবলিশ করবো আমাদের নিউজ পোর্টাল Amar Bharat- Live Bengaali News portal
নিচে দেওয়া লিংক এ ক্লিক করে হোয়াটস্যাপ এ আমাদের সাথে যুক্ত হন।
Message Amar Bharat- Live Bengali News Portal on WhatsApp. https://wa.me/message/FV65LJLDVRX4D1
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.