Advertisement

রাশিয়ার তৈরি ভ্যাকসিনেই কুপোকাত করোনা! বিশ্বের সব দেশকে ভ্যাকসিন প্রয়োগ করতে বললো বললো WHO | Amar Bharat



আমার ভারত ব্যুরো: রাশিয়ার তৈরি ভ্যাকসিন কতটা নিরাপদ সেটা বোঝানোর জন্যই নিজের কন্যাকে ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছিলেন পুতিন। আর এখন এই ভ্যাকসিনের কার্যক্ষমতায় অনুমোদন দিলেন ব্রিটেন এবং ইউরোপের বিজ্ঞানীরা।


পুতিন কন্যার পর যারা করোনা যুদ্ধের মোকাবিলাতে প্রথম সারিতে আছেন তাদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়, মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ দাবি করেন শরীরের মধ্যে উপস্থিত আডিনো ভাইরাসের কারণে  এই ভ্যাকসিন নিস্প্রান পার্টিকলেস তৈরি করবে যার থেকে তৈরি হবে করোনা মোকাবিলার এন্টিবডি।

গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ভ্যাকসিন সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন, এবং যেহেতু এটি একটি শক্তিশালী এন্টিবডি তৈরি করবে তাই ধারকের শরীরে জ্বর আস্তে পারে যা প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে।



আপনিও হতে পারেন রিপোর্টার আপনার আশেপাশের ঘটে চলা বিভিন্ন ঘটনা ছবি সমেত আমাদের পাঠাতে পারেন আমাদের  নং এ আমরা আপনাদের খবর পাবলিশ করবো আমাদের নিউজ পোর্টাল Amar Bharat- Live Bengaali News portal


নিচে দেওয়া লিংক এ ক্লিক করে হোয়াটস্যাপ এ আমাদের সাথে যুক্ত হন।


Message Amar Bharat- Live Bengali News Portal on WhatsApp. https://wa.me/message/FV65LJLDVRX4D1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ