Advertisement

পেটিএম, ফোন পে এর পর এবার কয়েক হাজার টাকা খোয়া গেলো গুগল পে থেকে। After Paytm, Phone Pay, a few thousand rupees were lost from Google Pay| Amar Bharat


আমার ভারত ব্যুরো: হাতের স্মার্ট ফোন দিয়ে কত কি না করা যায়, বাড়ীতে বসে মোবাইল রিচার্জ, DTH রিচার্জ, বিদ্যুৎ বিল মেটানো শপিং আরো কত কি। কিন্তু সেই স্মার্ট ফোন যে কাল হয়ে দাঁড়াবে তা ভাবতেও পারেননি হুগলির উত্তরপাড়ার মাখলার ব্যবসায়ী অঙ্কন সেনগুপ্ত।

এই ব্যাপার এ অঙ্কন বাবু চন্দননগর সাইবার সেল এবং উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর কোনোরকম OTP ছাড়াই ১৪ হাজার ৯৯২ টাকা ব্যাঙ্ক একাউন্ট থেকে উধাও হয়ে গেছে।

জানা গেছে অঙ্কন বাবু সোমবার তাঁর মোবাইল এ ৫৯৯ টাকা রিচার্জ করেন কিন্তু সেই রিচার্জ সফল হয়নি। অথচ তার একাউন্ট থেকে ৫৯৯ কেটে নেওয়া হয়। এরপর তিনি হেল্পলাইন নম্বর এ যোগাযোগ করার চেষ্টা করলে রিং হয়ে ফোন কেটে যায়।

এরপর তার কাছে একটি কল আসে। জানানো হয় সার্ভিস সেন্টার থেকে বলছে। এবং অঙ্কন বাবু কে বলা হয় তাদের নির্দেশ মতো কাজ করলে তারা ৫৯৯ টাকা ব্যাক করে দেবেন। কিন্তু অঙ্কন বাবু তখনও ইটা বুঝতে পারেননি যে তিনি বড়োসড়ো প্রতারণার শিকার হতে চলেছেন। প্রতারকদের নির্দেশ মতো অঙ্কন বাবু ১৪৯৯২ প্রেস করেন, আর তারপর ই তাঁর একাউন্ট থেকে ১৪৯৯২ টাকা উধাও হয়ে যায়। অঙ্কন বাবুর বক্তব্য অনুযায়ী তাকে এটিএম কার্ড এর পিন নং, কার্ড নং, বা সিভিভি কিছুই চাওয়া হয়নি এমনকি তার মোবাইল এ কোনোরকম কোনো OTP ও আসেনি। অন্যদিকে তার রিচার্জ করা ৫৯৯ টাকা ও ৬ ঘন্টার মধ্যে তার একাউন্ট এ ফেরত পাঠানো হোয়াইছে বলে জানান অঙ্কন বাবু।

প্রতারনার পরই অঙ্কন বাবু চন্দননগর সাইবার সেল এবং উত্তরপাড়া থানায় অভিযোগ করেন।




আপনিও হতে পারেন রিপোর্টার আপনার আশেপাশের ঘটে চলা বিভিন্ন ঘটনা ছবি সমেত আমাদের পাঠাতে পারেন আমাদের  নং এ আমরা আপনাদের খবর পাবলিশ করবো আমাদের নিউজ পোর্টাল Amar Bharat- Live Bengaali News portal


নিচে দেওয়া লিংক এ ক্লিক করে হোয়াটস্যাপ এ আমাদের সাথে যুক্ত হন।


Message Amar Bharat- Live Bengali News Portal on WhatsApp. https://wa.me/message/FV65LJLDVRX4D1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ