আমার ভারত ব্যুরো: রাজ্যে ৩৩,০০০ শূন্যপদে Group C এবং Group D পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই বিপুল পদে কর্মী নিয়োগের কথা ২০১৯ সালের ১০ জুলাই বিধানসভায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোনা যাচ্ছে পরের মাসের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন।
পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর সূত্রের খবর ২০২১ সালের বিধানসভা ভোটার আগেই জরুরি ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করা হতে পারে।
সূত্রের খবর, Group C পদে শূন্যপদের সংখ্যা সব থেকে বেশি।
Group B শূন্যপদের সংখ্যা- ৯,১২৭ টি।
Group C শূন্যপদের সংখ্যা- ১৭,৭২৩ টি।
Group D শূন্যপদের সংখ্যা- ৬,৭৮০ টি।
শিক্ষাগত যোগ্যতা:
Group B: গ্রাজুয়েশন পাশ
Group C: মাধ্যমিক পাশ
Group D: অষ্টম শ্রেণী পাশ
বয়স: বয়স প্রতিক্ষেত্রে ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ামানুযায়ী বয়সের ছাড় পাবেন।
অফিসিয়াল লিংক: (খুব শীঘ্রই আসছে)
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.