Advertisement

আমাদের প্রতিবেশী দেশ গুলিতে বছরের কোন নির্দিষ্ট দিনে শিক্ষক দিবস দেখে নিন। আমার ভারত


আমার ভারত ব্যুরো: শিক্ষক দের কৃতিত্ব কে সম্মান জানিয়ে ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়। এমনকি ইউনেসকোর পক্ষ থেকে ৫ সেপ্টেম্বর অর্থাৎ ডঃ সর্বোপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন টিকেই বিশ্ব শিক্ষক দিবস হিসাবে মান্যতা দিলেও ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তানে আলাদা আলাদা দিনে শিক্ষক দিবস পালন করা
হয়ে থাকে।

ভারতের প্রতিবেশী দেশ গুলির মধ্যে মায়ানমার, মালদ্বীপ ও বাংলাদেশে শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। 

নেপালে জুলাই এর মাঝামাঝি সময়ের দিকের পূর্ণিমার দিন যেটি গুরু পূর্ণিমা নাম খ্যাত ঐদিন শিক্ষক দিবস পালিত হয়ে থাকে।

ভুটানে দেশের রাজা জিগমি দর্জি ওয়াংচুকের জন্মদিন ২ মে শিক্ষক দিবস পালিত হয়। রাজা জিগমি দর্জি ওয়াংচুক দেশে আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন।

চীন সরকার প্রথমে ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে মান্যতা দিলেও পরে ২৮ সেপ্টেম্বর কনফুসিয়াস এর জন্মদিন টিকে শিক্ষক দিবস হিসাবে মান্যতা দেন।

পাকিস্তান ১৯৯৪ সালের ৫ অক্টোবর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে।

শ্রীলংকাতে ৬ অক্টোবরে শিক্ষক দিবস পালন হয়ে থাকে।




আপনিও হতে পারেন রিপোর্টার আপনার আশেপাশের ঘটে চলা বিভিন্ন ঘটনা ছবি সমেত আমাদের পাঠাতে পারেন আমাদের  নং এ আমরা আপনাদের খবর পাবলিশ করবো আমাদের নিউজ পোর্টাল Amar Bharat- Live Bengaali News portal


নিচে দেওয়া লিংক এ ক্লিক করে হোয়াটস্যাপ এ আমাদের সাথে যুক্ত হন।


Message Amar Bharat- Live Bengali News Portal on WhatsApp. https://wa.me/message/FV65LJLDVRX4D1


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ