Advertisement

BREAKING NEWS: SCAM SCANNER এর পরিবর্তে ব্যবহার করুন রাজ্য সরকারের নিজস্ব অ্যাপ SELF SCAN. রইলো অ্যাপের লিঙ্ক




আমার ভারত ব্যুরো:  ভারত চিনের সংঘাতের পরেই ভারত সরকার চিনের তৈরি ৫৯ টি অ্যাপ বন্ধ করে দেন। এই অ্যাপের লিস্টে যেমন ছিল বিনোদনমূলক অ্যাপ, ক্যামেরা অ্যাপ, ভিডিও অডিও এবং অন্যান্য ফাইল ট্রান্সফারের অ্যাপ, সেরকমই ছিলো ক্যাম স্কানারের মতো নথিপত্র স্ক্যান করার অ্যাপও। যেটির গুরুত্ব ডিজিটাল কাজকর্ম ও পড়াশুনার ক্ষেত্রে অপরিসীম। তাই স্বভাবতই অসংখ্য মানুষ এর সমস্যা বাড়ছিল।


এই রকম পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে আনুষ্ঠানিক ভাবে "ক্যাম স্কানারের" এর বিকল্প "সেল্ফ স্ক্যান" উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জানান রাজ্যের আইটি দফতর এই অ্যাপ বানিয়েছেন, এই অ্যাপ সাধারণ মানুষ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।



তিনি আরও বলেন বাংলার তৈরি এই অ্যাপ গোটা দেশকে পথ দেখাবে। দেশের সীমানা ছাড়িয়ে এই অ্যাপ আন্তর্জাতিক স্তরেও জনপ্রিয়তা লাভ করবে বলে আশাবাদী তিনি।


Click Here For Download The App

Follow Us on DailyHunt- আমার ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ