এইমত অবস্থায় যখন দেশকে সঠিক দিশা দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক পদক্ষেপ এর প্রয়োজন তখন এমন কোনো কাজ হচ্ছে জেতার হয়তো বা এখন কোনো দরকার নেই। এ এন আই সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এবার "INDIA" ইংরেজি নাম পরিবর্তিত হয়ে "BHARAT" রাখা হতে পারে। আর এর জন্য নমোঃ নামে একটি দোল সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে।
তাদের দাবি ইংরেজি নাম ইন্ডিয়া ব্যাড দিয়ে ভারত নামটি শুধু রাখতে হবে আর তারই চূড়ান্ত ঘোষণা হবে ২ জুন।
তবে এই টুইটের কমেন্ট সেকশন দেখে যা বোঝা যাচ্ছে দেশের সংকট মুহূর্তে এরকম কাজে মোটেও খুশি নন দেশের আমজনতা। তাঁদের প্রশ্ন দেশের মানুষ যারা দারিদ্রসীমার নিচে বসবাস করছেন যারা না খেতে মারা যাচ্ছেন তাঁদের কি এই নামে পরিবর্তনে তাঁদের সমস্যার সমাধান হবে? তাছাড়া এই সিঙ্কট মুহূর্তে দেশ ক সঠিক দিশা দেখাক সরকার এবং দেশের শীর্ষ আদালত।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.