Advertisement

আমফান পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আস্তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী



আমার ভারত ব্যুরো: হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন ও রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল অর্থাৎ ২২মে রাজ্যে আস্তে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাংবাদিক বৈঠকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন আমফান এর ফলে রাজ্যের বহু এলাকা তছনছ হয়ে গেছে আর সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি প্রধানমন্ত্রী কে অনুরোধ করেছেন।

 এই সুপার সাইক্লোন আমফান এর  মানুষের প্রাণ গিয়েছে তাদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখমন্ত্রী।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দুই ২৪ পরগনা, কলকাতা, এছাড়াও ক্ষতি হয়েছে হাওড়া, হুগলী, ও নাদিয়া তেও। সাইক্লোনের জেরে রাজ্যে এখনো পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর মিলেছে যার মধ্যে কলকাতা তাই আছে ১৫ জন।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী বাংলার জন্য গভীর দুশ্চিন্তা ও আশঙ্কা প্রকাশ করে টুইট করেন, টুইটে এ তিনি বলেন, "দেশ পশ্চিমবঙ্গের পশে আছে। আমফান এর তান্ডব এর ছবি দেখেছি। সংকটের সময়ে পশে রয়েছি। রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি। বাংলায় যতসম্ভব স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানোর চেষ্টা চলছে। বিধস্ত এলাকায় উদ্ধার কার্যে নেমেছে NDRF । দুর্গতদের সাহায্যে খামতি হবে না।" 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ