Advertisement

আমফান- সপ্তশ্রী কর্মকার | আমার ভারত (Amphan- Saptashree Karmakar | Bengali poem | Amar Bharat




আমফান
সপ্তশ্রী কর্মকার

বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান আসছে ধেয়ে,
তীব্র বেগে বাংলা ও উড়িষ্যা উপকূলে।

প্রকৃতির কেন আজ রুদ্রমুর্তি, দগ্ধ তাড়নায় ব্যস্ত,
এটা কি মনুষ্য ভুলের অস্তিত্ব প্রমাণে হচ্ছে জ্যান্ত?

হে তীরবর্তী ঘূর্ণি আজ মেতেছো করতে সর্বস্ব চূর্ণীভূত,
দুর্নিবার ঝড় পন নিয়েছো বিভীষিকার ধরণী করতে বিক্ষত।

নেই কোনো উপায় শুধরানো বায়ুমন্ডলের অবস্থা,
তাই গ্রীষ্মকালীন ঝড় থেকে পলায়নের নেই ব্যবস্থা। 

--সমাপ্ত--

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ