Advertisement

শুরু হয়েছে আমফানের আস্ফালন, দীঘা থেকে মাত্র ১২০ কিমি দূরে রয়েছে আমফান।




আমার ভারত ব্যুরো: দীঘা থেকে আর মাত্র ১২০ কিমি দূরে রয়েছে আমফান, এখনই দক্ষিণবঙ্গ ৭০-৭৫ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে কোথাও ভারী ও কোথাও মাঝারি বৃষ্টিপাত। দীঘার সমুদ্র হয়ে উঠেছে উত্তাল।

ঝড়ের গতিবেগ  স্থান পরিবর্তন করছে ঘন্টায় প্রায় ২২-২৫ কিমি। এইমুহূর্তে ঝড়ের গতির অভিমুখ আছে সুন্দরবনের দিকে।


এদিকে আমফানের প্রাথমিক দাপটেই পাথরপ্রতিমা এলাকার জগদ্দল নদীর বাঁধে কিছুটা এলাকা জুড়ে ধস নামায় ভীষণ আতঙ্কিত মানুষজন, যদিও উপকূলবর্তী এলাকাতে প্রশাসনের তরফে সবরকম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, ইতিমধ্যে সব উপকূলবর্তী এলাকায় এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। গ্রামবাসীদের ও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


সূত্রের খবর নদীবাঁধ এলাকায় ভীষণ ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ এলাকায় ৭৫-৮০ কিমি বেগে ঝড় বইছে, বিকালে আমফান বঙ্গীয় উপকূলে আছড়ে পরবে তখন গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় ১৬৫ কিমি, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় ১৮০ কিমি।



সবথেকে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কলকাতা, হাওড়া ও হুগলির ওপর দিয়ে প্রায় ঘন্টায় ১২৫-১৩০ কিমি বেগে ঝড় বইতে পারে। এবং এই তিন জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ