Advertisement

শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সময় সূচি, কবে কোন পরীক্ষা বিস্তারিত জানুন | আমার ভারত




আমার ভারত ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার পর অবশেষে ঘোষিত হলো উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার সময় সূচি। মঙ্গলবার এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা ভাইরাস এর কথা মাথায় রেখে নিৰ্দিষ্ট কিছু বিধি নিষেধ মেনে হবে বাকি পরীক্ষা গুলি। জানা গিয়েছে ২৯ জুন, ২ ও ৬ জুলাই হবে বাকি পরীক্ষা।

ছাত্রছাত্রীদের যে সমস্ত বিধিনিষেধ মানতে হবে তা হলো-

পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের স্যানিটাইজার বোতল আন্তে হবে, মাস্ক পড়া বাধ্যতামূলক।
এছাড়াও শিক্ষামন্ত্রী আরো জানিয়েছেন প্রতিটি বেঁচে একজন করে ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিতে পারবেন, এবং পরবর্তী বেঞ্চ খালি রেখে আবার তার পরের বেঁচে বসে পরীক্ষা দিতে পারবেন যে কোনো একজন ছাত্র বা ছাত্রী।

 কোনদিন কি পরীক্ষা হবে তা শিক্ষা পর্ষদ এর হাতেই ছেড়ে দিয়েছেন শিক্ষা মন্ত্রী।

তবে সূত্রের খবর ২৯ জুন হতে পারে- ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও এককোনটেন্সি।

২ জুলাই নেওয়া হতে পারে- কেমেস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, এরাবিক, ও ফ্রেঞ্চ।

৬ জুলাই নেওয়া হতে পারে- স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলিও রিসোর্স ম্যানেজমেন্ট।

শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই প্রতিটি পরীক্ষা কেন্দ্র কিভাবে পরীক্ষা গুলি চালনা করবে সে ব্যাপারে বৃহস্পতিবার এর মধ্যে গাইডলাইনে প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত উল্লেখ বাকি পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত করা হবে বলে আগেই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ