Advertisement

আমফানের বর্তমান অবস্থান বঙ্গোপসাগর, কয়েক ঘন্টার মধ্যেই দেখা যাবে তান্ডবরূপ । আমার ভারত




আমার ভারত ব্যুরো: বুলবুল ও ফনির পর এবার আসছে ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে আমফান ঘূর্ণিঝড় রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে। মৌসম ভবনের আপডেট অনুযায়ী, সেইসময় আমফান  এর অবস্থান ছিল ওডিশার পারাদ্বীপ থেকে ৮৭০ কিলোমিটার দূরে। কয়েকঘন্টার মধ্যেই উপকূলে ধেয়ে আস্তে পারে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই মোকাবিলার জন্য সুন্দরবন উপকূল এলাকায় জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা এলাকার সমস্ত বিধায়ক, বিডিও, ও পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন।

নবান্ন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় মোকাবিলায় যাতে কোনো ত্রুটি না থাকে তাতে উপকূলের জেলা আধিকারিকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে নবান্ন।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, বকখালি, রায়দীঘি, সহ একাধিক এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।দুর্যুগ নামার আগেই যাতে বাসিন্দা দের স্থানীয় স্কুল কলেজ গুলিতে যাতে স্থানীয় দের সরিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে এ জোরদার প্রস্তুতি চলছে।

একই ভাবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার যদি তীরবর্তী এলাকা গুলিতে প্রচার চালিয়ে মানুষজনকে সতর্ক করা হচ্ছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী কেও।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ