আমার ভারত ব্যুরো: একই সময়ে খেলা শুরু করেছিলেন কোহলি এবং আহমেদ শেহজাদ। বিরাট কোহলির থেকেও আহমেদ শেহজাদের পারফরম্যান্স প্রথম ১৩ টি টেস্ট ম্যাচে। বিরাটের রান যেখানে ছিল ৭৮৮ সেখানে শেহজাদের রান ছিল ৯৮২।
কিন্তু তারপর থেকে পিছিয়ে পড়তে থাকেন শেহজাদ আর এগিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। পাক ক্রিকেটার বলেছেন, " আমরা দুটো ক্রিকেটার এর মধ্যে তুলনা করি তাদের ব্যাকগ্রাউন্ড না জেনেই। যে কোনো ক্রিকেট ক সাফল্য পেতে হলে সে দেশের বোর্ড এবং অধিনায়ককে পশে থাকতে হয়। তাতে সেই প্লেয়ার আত্মবিশ্বাস পায়।"
শেহজাদের মোতে বিরাট সবসময় ধোনিকে পশে পেয়েছেন তাতে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গেছে।
এই পাক ক্রিকেটার আরো বলেন- "কোহলি, রোহিত, কেন উইলিয়ামসন, বাবর আজম খুব ভাগ্যবান। কোহলি তো বহুবার বলেছেন, অনেক সিরিজেই ও ব্যাড পরে যেতে পারতো কিন্তু ধোনি ওদের ওপর আস্থা রেখেছিলো।"
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.