আমার ভারত ব্যুরো: ফের শোকের ছায়া অভিনয় জগতে। এবার প্রয়াত হলেন অভিনেতা মনমীত গ্রেওয়াল। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ৩২ বছরের এই অভিনেতা মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে।
শনিবার নবী মুম্বইয়ে তাঁর নিজের বাড়িতেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে যদিও ঠিক কি কারণে এই আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
'আদত সে মজবুর' এর মতো জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেতা লম্বা লকডাউনে অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন বলে জানাচ্ছেন মনপ্রীতের বন্ধুরা।
এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন মনপ্রীতের মা ও তাঁর ভাই । তাঁরা জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই আর্থিক সংকট চলছিল। বাজারেও বেশ কিছু ধার দেন হোয়াই গিয়েছিলো। লকডাউনের কারণে এখন শুটিং বন্ধ, কাজ নেই ফলে টাকাও আসছে। ফলে কিভাবে টাকা পরিশোধ করবেন সেই অবসাদের ভুগছিলেন মনপ্রীত। মনপ্রীতের ভাই জানিয়েছেন প্রায় লক্ষাধিক টাকা ধার হয়ে গেছিলো।
ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে শুধুই মানসিক অবসাদ নাকি এর পিছনে কোনো কারণ আছে তা খতিয়ে দেখছেন পুলিশ। এর জন্য প্রয়োজনে অভিনেতার ঘনিষ্ঠদের এমনকি পরিবার এর মানুষ কেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.