Advertisement

BREAKING: জম্মু কাশ্মীরে জঙ্গিদের এনকাউন্টার করার সময় শহীদ হলেন কর্নেল , মেজর সমেত ৫



আমার ভারত ব্যুরো: জম্মু কাশ্মীরে জঙ্গিদের এনকাউন্টার করার সময় শহীদ হলেন কর্নেল , মেজর সমেত ৫। রবিবার ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে শ্রীনগর থেকে ৭০ কিমি দূরে কাশ্মীরের হান্ডিয়ারাতে চলছিল এই এনকাউন্টার।

এনকাউন্টারে ২ জঙ্গি খতম হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে জঙ্গিরা গ্রামের বেশ কয়েকজন গরমবাসী কে বন্দি করে রেখেছিল আর তাদেরকে উদ্ধার এর জন্যই
এই এনকাউন্টার হয়েছে।

জঙ্গিদের সাথে জম্মু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার গুলির লড়াই চলে, তাতেই ২১ রাষ্ট্রীয় রাইফেলসের মেজর সহ ৪ জওয়ান ও জম্মু কাশ্মীরের এক পুলিশ জওয়ান শহীদ হন।

সেনা আধিকারিকরা জানিয়েছেন জঙ্গিদের খতম করার পর গ্রামবাসীদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন জওয়ানরা।


প্রসঙ্গত উল্লেখ্য, সারাবিশ্ব যেখানে কোবিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে সেখানে, কিছু জঙ্গি গোষ্ঠী করোনার হাত থেকে নিজের দেশ কে বাঁচানোর জন্য সাহায্য করার জায়গায় ভারতে সন্ত্রাস চালাতে ব্যস্ত। 

ভারতে লকডাউন চলাকালীন একাধিকবার হামলা করেছে জঙ্গিরা। আর প্রত্যেকবার ভারতীয় সেনা জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ