Advertisement

তাহলে কি সত্যি এর পর থেকে ১০ ঘন্টা করে কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।



আমার ভারত ব্যুরো: সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে আসে যেখানে বলা আছে কেন্দ্রীয় সরকারি কর্মী দের লকডাউন এর পর থেকে  ১০ ঘন্টা করে কাজ করতে হবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত ডিউটি করতে হবে বলে রিপোর্ট এ দাবি করা আছে।

যদিও কেন্দ্রীয় সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই রিপোর্ট সম্পূর্ণ ফেক। সরকারি ফ্যাক্ট চেকার PIB Fact Check এদিন তাদের একটি রিপোর্টে জানিয়ে দেয় যে আগের ওই রিপোর্ট সম্পূর্ণ ভুল, কেদ্রীয় সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি এমনকি এরকম কোনো রিপোর্ট ও পেস করা হয়নি সরকারের তরফে।

এমনকি এরকম আরো কিছু ভুল রিপোর্টের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রালয়ও জানিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত বেতন থেকে টাকা কাটার কোনো সিদ্ধান্তও নেয়নি। বর্তমান নিয়ম অনুযায়ী তারা তাদের বেতন এর টাকা পাবে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর আরোগ্য সেতু আপ বাধ্যতামুলক করা হয়েছে।

ইমার্জেন্সি রূপে এই নিয়ম লাগু করা হয়েছে, যেখানে বলা হয়েছে অফিস এ কাজ শুরু করার আগে এই আপে প্রত্যেক কর্মী কে তাদের স্ট্যাটাস রিভিউ করতে হবে, যদি আপে তাদের স্ট্যাটাস "safe", বা "low-risk" দেখায় তবেই তারা অফিস আস্তে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ