আমার ভারত ব্যুরো: কলকাতায় বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাজ্যে রেড জোনের সংখ্যা। মানুষকে বজায় রাখা করানো হচ্ছে সামাজিক দুরুত্ব। মানুষের মনের ভীতি দূর করানোর জন্য সমানে চলছে ঘোষণা।
ডাক্তার,নার্স,পুলিশ উঠে পরহে লেগেছে করণের বিরুদ্ধে যুদ্ধের জন্য। প্রশাসন আরো কড়া হয়ে উঠেছে।
এরকম এক ভয়াবহ পরিস্থিতে একশ্রেণীর মানুষ, মানুষকে আরো ভীতসন্ত্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এর জন্য তারা বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়া কে।
এরকম ই একটা গুজব রটেছে কলকাতার তালতলা কে নিয়ে। বলা হচ্ছে এই এলাকায় গত কয়েকদিনে নাকি প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে, যা প্রশাসন গোপন করে রেখেছে। এমনি অভিযোগ করে ১২ জন মানুষের নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া একটা মেসেজ ঘুরে বেড়াচ্ছে হোয়াটস্যাপ এর মতো সোশ্যাল মিডিয়া তে।
এমনকি সংশ্লিষ্ট এলাকা নিয়ে আরো বলা আছে যে এই এলাকায় সংক্রমণের সংখ্যা এতটাই মারাত্মক ভাবে বিরহে গেছে যে পুলিশ ও এই এলাকায় টহলদারি করতে ভয় পাচ্ছে। মেসেজে এও বলা হয়েছে যে পুলিশ এই ব্যাপার এ সব কিছু জানলেও মুখ খুলছে না বলে অভিযোগ।
করোনা সংক্রমণ এর তথ্য গোপন নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে এমন সময় এই মেসেজ তে যথেষ্ট উদ্বেগের বলে মনে করছে প্রশাসন। যদিও কলকাতা পুলিশ মেসেজ টিকে ভুয়ো বলে দাবি করেছে। এবং এর বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়ে দিয়েছে।
মৃত বলে দাবি করা ব্যক্তিদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা খবর টি ভুয়ো বলে উড়িয়ে দিচ্ছে। জয়েন্ট সিপি অনুজ শর্মা ট্যুইটে এই ভুয়ো খবর নিয়ে সতর্ক করেছেন। এবং কলকাতা পুলিশ এর তরফে বলা হয়েছে যারা এরকম ভুয়ো খবর ছড়িয়ে পরিস্থিতি কে জটিল করার চেষ্টা করছে তাদের ক খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.