আমার ভারত ব্যুরো: করোনার কাছে এখনো পর্যন্ত মাথা নত করে থাকতে হচ্ছে সারা বিশ্ব কে এই অবস্থায় সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, অর্থনীতি, ছোটো, মাঝারি,বড়ো সব ধরণের শিল্প থমকে আছে। শিল্পগুলিকে পুনরায় আগের রূপ ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর শনিবার দফায় দফায় মিটিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা গিয়েছে ছোট,মাঝারি,বড়ো শিল্পের সাথে সাথে কৃষিক্ষেত্ৰ নিয়েও আলোচনা হয়েছে।
ভারত প্রধানত কৃষিজ দেশ, ভারতের অর্থনীতির ১৫% আসে কৃষি ক্ষেত্র থেকে। তাই ও পরিস্থিতেও থেকেই কৃষিক্ষত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং তাতে সায় দেয় রাজ্য সরকার ও।
দেশ কে সচল রাখার জন্য এমএসএমই -সহ অন্যান্য ক্ষেত্র গুলোতে বেশি করে গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া কৃষিক্ষেত্রের ওপর ও বেশি করে জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিনিয়োগের জন্য এমএসএমই, শ্রম ও বিদ্যুৎ মন্ত্রক, এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এর সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরোয়া, এবং বিদেশী উভয় ক্ষত্রেই বিনিয়োগ করে অর্থনীতিকে কিভাবে সচল রাখার জন্য সেই পরিকল্পনাতেই রাতের ঘুম উড়ছে যাচ্ছে সব মন্ত্রকের।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.