আমার ভারত ব্যুরো: অনেক আগেই বিড়াল এমনকি বাঘের শরীরেও ধরা পড়েছে করোনা ভাইরাস। এবার গবেষণায় উঠে আসলো এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে বিড়াল নাকি খুব দ্রুততার সাথে করোনা ভাইরাস এর বাহক হিসাবে কাজ করতে পারে।
গবেষকদের মোতে বিড়াল থেকে অন্য বিড়ালে ভাইরাস ছড়িয়ে পরে অর্থাৎ বিড়ালের 'ইন্টারমিডিয়ট' হিসাবে কাজ করা অস্বাভাবিক কিছু না।অর্থাৎ বিড়াল কোভিড-১৯ এর নিঃশব্দ বাহক হতে পারে। যদিও এই ব্যাপার এ আরও গবেষণার প্রয়োজন আছে বলে বিজ্ঞানীদের ধারণা।
নিউ ইংল্যান্ড জার্নাল ও মেডিসিনে গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, যে সব বিড়াল বাড়ীতে পোষ্য হিসাবে রয়েছে তাদের তাদের অত্যন্ত সাবধানে রাখা উচিত।'ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্কুল অফ ভেটারনিটি মেডিসিন'-এ অধ্যাপক ইশোশিহিরো কাওয়াওকার নেতৃত্বে যে গবেষণা হয়েছে তাতে দেখা গেছে ৩ টি সংক্রমিত বিড়াল এর সাথে ৩ টি সুস্থ বিড়াল কে রাখলে ৫ দিনের মধ্যে সুস্থ বিড়াল কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছে। যদিও তাদের মধ্যে কোনোরকম অসুস্থতা লক্ষ্য করা যায়নি।
আরও পড়ুন- গ্রেফতার লস্কর-ই-তৈবার শীর্ষ স্থানীয় নেতা, আবারো বড়ো সাফল্য ভারতের হাতে | আমার ভারত
কিছুদিন আগেই নিউ ইয়র্কের চিড়িয়াখানায় মানুষ থেকে বাঘের করোনা সংক্রমণের ঘটনা চোখে পড়েছিল তাই করোনা সংক্রমিত ব্যক্তির থেকে বিড়াল কে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন- গ্রাহকদের সব তথ্য চীনে পাঠাচ্ছে Xiaomi! Redmi ও Mi ফোন কি আদেও নিরাপদ?
তবে শুধু বিড়াল না সব পোষ্য কেই করোনা আক্রান্ত ব্যক্তির থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.