আমার ভারত ব্যুরো: শনিবার বুদগাম জেলার আরিজাল খানসাহিব এলাকার একটি আস্তানা থেকে ভারতের নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পরে লস্কর-ই-তৈবার শীর্ষস্থানীয় জঙ্গি জাহুর ওয়ানি।
ভারতীয় সেনার ৫৩ রাষ্ট্রীয় রাইফেল ইউনিট, জম্মু-কাশ্মীর পুলিশ এবং ১৫৩ সিআরপিফ ব্যাটেলিয়ানের যৌথ এই সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।
জাহুর ওয়ানিকে গ্রেফতারের পর আরও ৪ জন কে গ্রেফতার করা হয়। সূত্রের খবর তাঁরা প্রত্যেকেই খানসাহিব এলাকার বাসিন্দা, তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার জঙ্গিদের সহায়তা করতো এমনকি তাদের কে আশ্রয়ও দিতো।
জাহুর ওয়ানির থেকে অস্ত্র ও গুলি পাওয়া গেছে, তার বিরুদ্ধে জম্মু-কাশ্মীর পুলিশ মামলাও করেছে বলে জানা যাচ্ছে।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.