আমার ভারত ব্যুরো: রমজান মাসে রোজা শুরু হয়েছে। সংখ্যালঘু পরিবারের জন্য ইফতারের খাবারের ব্যবস্থা করলেন বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদার। আট নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের দুধ, বিস্কুট ও পাউরুটিও পৌঁছে দিলেন। তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, সর্ষের তেল ও সয়াবিন বিতরণ করা হয়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রাজ্যের কোন মানুষ অভুক্ত যেন না থাকেন। তার জন্য রাস্তায় নেমেছেন জনপ্রতিনিধিরা। কেউ যাতে খাদ্যের জন্য অসুবিধা না পড়েন তার জন্যই এগিয়ে এলেন মহল্লা প্রধান অসিত মজুমদার।
রবিবার সকাল থেকে ওয়ার্ডের ২৫ জন স্বাস্থ্য কর্মীর বাড়ি বাড়ি গিয়ে সব বয়সী মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করছেন। করোনা সচেতনতা বার্তা দিয়ে ঘরে থেকে লকডাউনের মান্যতা দেওয়ার কথা বলেন। সরকার আপনাদের পাশে আছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পৌরবাসীরা। বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে বাচ্চাদের কথা কেউ ভাবছে না তাদেরকে সামনে রেখে এবার নতুন পরিকল্পনা নিয়েছেন অসিত বাবু। একদিকে তাদের স্বাস্থ্য পরীক্ষা অন্যদিকে গুঁড়ো দুধ বিস্কুট পাউরুটি নিজে হাতে দিচ্ছেন। পাশাপাশি এই ওয়ার্ডে বেশকিছু সংখ্যালঘু পরিবার আছে রমজান চলছে রোজা ভাঙার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থাও করেছেন।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.