Advertisement

প্রচেষ্টা প্রকল্প আপাতত স্থগিত ঘোষণা করলো রাজ্য সরকার | Prachesta Prakalpa 2020




আমার ভারত ব্যুরো: লকডাউনে মানুষের রুজি রুটি বন্ধ,
এমন সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অধিবাসীদের 1000/- টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কোনো কোনো জায়গায় সামাজিক দুরত্ব না মেনেই প্রচেষ্টা প্রকল্পের ফর্ম তোলা ও জমা দেওয়ার কাজ করছিলেন রুটিরুজি হীন মানুষজন। কিছু জায়গায় ভীড় শিথিল করার জন্য পুলিশ কে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায়। এমন সময় আপাতত প্রচেষ্টা প্রকল্প কে স্থগিত ঘোষনা করে রাজ্য সরকার। সূত্রের খবর লকডাউন কে অবজ্ঞা করে মানুষ যেভাবে সামাজিক দূরত্ব মানছেন না  তাতে হিতে বিপরীত হতে পারে।

চলুন একনজরে দেখে নেওয়া যাক প্রচেষ্টা প্রকল্পের খুঁটিনাটি-

সকল গরিব প্রার্থী যারা পরিবারের প্রধান কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন লক ডাউনে (অবশ্যই ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে)

#ডকুমেন্টস লাগবে-

1) ব্যাংক পাস বই এর জেরক্স
2) আধার কার্ড এর জেরক্স
3) রেশন কার্ড এর জেরক্স ( না থাকলে লাগবেনা)
4) ভোটার কার্ড এর জেরক্স
5) ২ কপি পাস পোর্ট ফটো।

বিডিও অফিসে বা পঞ্চায়েত, কাউন্সিলারদের মাধ্যমে জমা দিন।

#আবেদনের_শেষ_তারিখ - আগামী সোমবার থেকে ১৫ ই মে পর্যন্ত।

পাবেন - 1000 টাকা সাহায্য একবারের জন্য।

#কারা ফর্মটি জমা করবেন না -

১. যারা ২৫ টাকার বই (SSY) করেছেন
২. যারা বেকার ভাতা পান
৩. যারা বৃদ্ধ ভাতা পান
৪. যারা বিধবা ভাতা পান
৫. আরো অনেক ভাতা যারা পান
পুরোহিত, মাওলানা, গান শিল্পীদের মত আরো অনান্যরা।

#কারা কারা ফিলাপ করবেন -

১. যারা পরিবারের প্রধান কিংবা পরিবারের অর্থ উপার্জনকারী একমাত্র সদস্য কিন্তু লক ডাউনে কর্মহীন।
২. একটা পরিবার একটা আবেদন করতে পারবেন।( যদি ওপরেরগুলো আপনি না পেয়ে থকেন তবেই)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ