আমার ভারত ব্যুরো: হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, আর তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 23651, এবং সুস্থ হয়েছেন 8325 জন।
এরই মাঝে চলতি মাসের শুরুতে আগ্রায় ঘটে যাওয়া এক মিরাকেল এ সকলের মন আনন্দে ভরে ওঠে। সরোজিনী নাইডু মেডিক্যাল হাসপাতালে করোনা আক্রান্ত এক মহিলা এক সুস্থ সন্তানের জন্ম দেন।
সূত্রের খবর ওই মহিলা ও তার স্বামী দুজনেই ছিলেন পেশায় চিকিৎসক, দুজনেই করোনা আক্রান্তদের চিকিৎসা করতেন, চিকিৎসা করতে করতে কখন যে তাদের মধ্যেও দানা বাঁধে কোভিড-19 তাঁরা নিজেরাও জানতেন না। যখন জানতে পারলেন তাঁরা আক্রান্ত স্বভাবতই তাঁদের এবং তাঁদের পরিজনদের ভয় ছিল ভূমিষ্ঠ না হওয়া এই বাচ্চা কে নিয়ে।
সব ভয় কে ভুল প্রমাণ করে, সবার মনের সব আশঙ্কা কে ভুল প্রমাণ করে সুস্থ অবস্থায় জন্ম নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সদ্যোজাত শিশুটি। দুঃখের মাঝেও এই ঘটনা কিছুটা হলেও সকলের মুখে হাসি ফুটিয়েছে।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.