আমার ভারত ব্যুরো: নকল আরোগ্য সেতু অ্যাপ বানিয়ে ভারতীয় সেনার ওপর নজরদারির চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা।
গোটা বিশ্বে যখন করোনার এরকম পরিস্থিতি এমনকি পাকিস্তানেও আক্রান্তের সংখ্যা 16 হাজারের বেশি, এবং মৃতের সংখ্যা 350 এর বেশি, তখন পাকিস্তানি গুপ্তচররা নকল অ্যাপ দিয়ে মোবাইল হ্যাক করে ভারতীয় সেনার তথ্য হাতানোর চেষ্টা করছে।
সূত্রের খবর ভারতীয় সেনা সতর্কবার্তা দিয়ে বলেছেন, বিভিন্ন পাকিস্তানি গুপ্তচররা ফেক আরোগ্য সেতু অ্যাপ বানিয়ে তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
এমনকি এটাও জানা গেছে পাকিস্তানি গুপ্তচররা ভারতীয় পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের টার্গেট করার চেষ্টা করছে।
ভারতীয় সেনা আধিকারিক ভারতীয় সেনা জওয়ানদের সতর্ক করে বলেছেন যেন শুধুমাত্র গুগল প্লে স্টোর, অ্যাপেল প্লে স্টোর, বা সরকারি ওয়েবসাইট থেকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেন। কোনো অজানা সূত্র থেকে যেন ডাউনলোড না করেন।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.