Advertisement

"এই মুহূর্তে গরীবদের সাহায্য করতে কমবেশি 65 হাজার কোটি টাকা লাগতে পারে" বললেন রঘুরাম রাজন



আমার ভারত ব্যুরো: করোনার দাপটের এই গভীর সংকট মুুুহূর্ত থেকে দেশকে বের করার কী পথ আছে তা খুুঁজে পেতে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করছেন বিরোধী নেতা রাহুল গাঁধী।

এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এর সাথে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন বলে জানা যাচ্ছে।

তাঁদের আলোচনার একটা 2 মিনিটের একটি ক্লিপিং টুইট্যারে প্রকাশ করে কংগ্রেস। ওই ক্লিপিং এই রাহুল গাঁন্ধী কে প্রশ্ন করতে শোনা যায়-  চলতি সংকটের হাত থেকে গরীব দের বাঁচতে কত টাকা লাগতে পারে? তারই উত্তরে রঘুরাম রাজনৈতিক জানান কমবেশি 65 হাজার কোটি টাকা।

তাঁদের মধ্যে আর কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আজ পুরো ভিডিওর ক্লিপিং প্রকাশ করলেই জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ