Advertisement

বিলাসিতা - মল্লিকা চ্যাটার্জী রায় । বাংলা কবিতা । আমার ভারত | Bilasita - Mallika Chatterjee Roy | Bengali Poem | Amar Bharat



বিলাসিতা
মল্লিকা চ্যাটার্জী রায়

স্বপ্ন বিরহের বিলাসিতা ছেড়ে
   বাস্তবের চার পা হেঁটে ক্লান্তি করেছে গ্রাস।

সোনার চামচ মুখে দেওয়া সন্তানেরা 
             বুঝবে কেমনে গরম ভাতের গ্রাস।

গোখরোর গর্তে বাস করতে করতে অজগরকে
             ভয় পাইনা এক নিঃশ্বাসে।

ছাল ওঠা মাইল হাঁটা পাদুটো জানেনা 
      দামি জুতোর গন্ধ,শোঁকেনি ঘামের ঘন্ধ ছাড়া অন্য কোন সুগন্ধ।

সুদের হার জিলজিলে চেহারাগুলো পাঁজর দেখায়
      বাস্তবের রম্পশোতে।এরাই মিস্টার ইন্ডিয়া।

রাজস্থানী পোষাকে সুন্দর নারী কোলে করে
       দুরদর্শনে খেলা হচ্ছে ডান্ডিয়া।

বাবুগো, বাসি ভাত খেয়েছো! নুন দিয়ে মাখা
    টকটক আর পিঁয়াজ দিয়ে মাখা।

আহ!এতেই আমরা পাই তোমাদের কন্টিনেন্টালের স্বাদ।
তোমরা শুধু পেতে রাখো পাখি ধরার ফাঁদ।

এলকোহলের গন্ধমাখা পাথরের বাড়ি
    ড্রাইভারকে বখশিস দিয়ে রাতের ফুলঝুরি।

এতো পয়সা খরচ করে নিভু নিভু আলো,
   সেয়ানা খিদে মেটাও লক্ষ টাকার বিনিময়ে।

তোমাদের রঙ্গরসে খবরের পাতা যায় ভরে
   মুড়ির ঠোঙায় দেখি তোমাদের বিলাসিতার ছবি।

দেখে সুড়সুড়ি দিই বুকের লোমে
      ভ্যাপসা ঘুপচিতে জেগে থাকে কাগজের সুন্দরী।

...সমাপ্ত...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ