আমার ভারত ব্যুরো: করোনা ভাইরাস এর মধ্যে থাকা ভাইরাল প্রোটিন কে ধংস করে করোনা ভাইরাস কে নিষ্ক্রিয় করতে পারে মোনোক্লোনাল আন্টিবডি এমনি দাবি করেছেন ইজরায়েল এর প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেন্নেট।
এই মোনোক্লোনাল এন্টিবডি করোনা রোগীদের শরীরের কোষ নিয়ে বানানো হয়েছে বলে দাবি করেছ ইজরায়েল। এবং ইজরায়েল এর প্রতিরক্ষা মন্ত্রী এর দাবি অনুযায়ী এই আন্টিবডি করোনার বিরুদ্ধে বড়ো অস্ত্র বলে মনে করেন তারা।
যদিও এই আন্টিবডির কোনো পরীক্ষা মানব শরীরে এ করানো হয়েছে কিনা সে ব্যাপার এ স্পষ্ট কিছু বলেননি ইজরায়েল এর প্রতিরক্ষা মন্ত্রী।
করোনা সংক্রমণের অস্ত্র এই মোনোক্লোনাল এন্টিবডি বানিয়েছে ইজরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ।
গবেষকদের কথা অনুযায়ী কোভিড ক হারিয়ে ফায়ার আসা সুস্থ মানুষদের শরীরের আন্টিবডি কে ক্লিনিং করে এই আন্টিবডি এর সৃষ্টি করা হয়েছে।
গবেষক দেড় দাবি অনুযায়ী এই ভাইরাস শরীরে ঢুকে ভাইরাস কে আক্রমণ করবে, সার্স-কভ-২ আরএনএ ভাইরাস এর প্রতিলিপি তৈরি করে শরীরে প্রবেশ করার প্রক্রিয়া থামিয়ে দেবে।"জেরুজালেম পোস্টে"-এ এই গবেষণার কথা তুলে ধরেছে যাই আইআইবিআর।
এই আন্টিবডি এখনো গবেষণা স্তরেই রয়েছে, এবং পরে এর ফর্মুলার পেটেন্ট করা হতে পারে বলে জানিয়েছেন আইআইবিআর এর ডিরেক্টর শ্যামুয়েল।
যদিও এখনো পর্যন্ত অনেক কিছু তথ্যই দেয়নি ইজরায়েল, তবুও এই চরম সংকট মুহূর্তে যেন কিছু তা আসার এল দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে করছে পৃথিবীবাসী।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.