আমার ভারত ব্যুরো: কেন্দ্রের নতুন এক চাকরির প্রকল্প "এক পরিবার এক চাকরি"। আপাতত এক পরিবার এক চাকরির প্রকল্প শুরু হয়েছে সিকিম রাজ্যে।
সিকিম রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ২০,০০০ জন কে নিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
আপাতত ২৩শে ফেব্রূয়ারি ২০২০ এর মধ্যে ১২,০০০ পরিবার কে চাকরিতে নিয়োগ করে ফেলেছেন।
এই ১২,০০০ পরিবার কে ১২টি আলাদা আলাদা সরকারি ও আধা-সরকারি অফিসে চাকরি দেওয়া হয়েছে।
আপাতত লকডাউনের কারণে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে, লকডাউন ওঠার পর বাকি ৮,০০০ পরিবারকেও চাকরি দেওয়া হবে বলে জানিয়েছে সিকিম সরকার।
সূত্রের খবর ৮ম শ্রেণী পাশ থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রী কোর্স পাশ পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে।
বেতনক্রম : ১০,৫০০/- থেকে ৩৭,৫০০/- টাকা পর্যন্ত।
অফিশিয়াল ওয়েবসাইটের লিংক:- Visit
\
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.