Advertisement

দ্রুত করোনা পরীক্ষায় সক্ষম, বাঙালি বিজ্ঞানীদের তৈরি ৫০০ টাকার কিট




আমার ভারত ব্যুরো: করোনা ভাইরাসের মিউটেশন হলেও যাতে তাকে চিহ্নিত করা যায়, তেমন ই এক কিট বানালো একদল বাঙালি বিজ্ঞানী।

সূত্রের খবর সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এবং সম্পূর্ণ দেশীয় সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে এই কিট।
এমনকি জোড়া "প্রাইমার" বা ছাঁকনির এই কিট করোনা পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের ছাড় পেয়েছে বলে জানা যাচ্ছে।

সব থেকে উল্লেখযোগ্য তথ্য করোনা পরীক্ষায় সফল তথ্য দিতে সক্ষম এই কিট তৈরিতে খরচ মাত্র ৫০০ টাকা।

প্রথমের দিকে এই বাঙালি বিজ্ঞনীর দল 'ফোর প্রাইমার' বা চার ছাঁকনি বিশিষ্ট কিট তৈরি করেছিলেন যা WHO এমনকি ICMR ও ছাড়পত্র দেয়নি। তখন ই জোড়া প্রাইমার বিশিষ্ট কিট তৈরির সিদ্ধান্ত নেন ওই বিজ্ঞানীরা এবং তা বানিয়েও নেন।

করোনা নির্ণয়ে এই জোড়া প্রাইমার বিশিষ্ট কীটে এ সবুজ সংকেত দিয়েছে আইসিএমআর।

বিজ্ঞানীদের দাবি অনুযায়ী করোনা ভাইরাস এর যে মিউটেশন ঘটছে তার রহস্য ভেদ করতে পারবে এই কিট, এমনকি সারাদুনিয়া জুড়ে কিট নিয়ে যে টানাপোড়েন চলছে তার অভাব পূরণ করতে পারবে এই কিট।

আরো পড়ুন: করোনা এর তাণ্ডব থামানোর ওষুধ বের করলো ইজরায়েল - মোনোক্লোনাল আন্টিবডি

এই কিট টি মূলত তৈরি করেছেন রাজ্যের একটি বেসরকারি সংস্থার বিজ্ঞানীরা যাদের সাথে যুক্ত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রধান কৌস্তভ পাণ্ডা এবং কাউন্সিল ফর সাইন্টিফিক এন্ড ইন্ডিয়ান রিসার্চের অন্যতম বিজ্ঞানী সমিত আদ্য।

আরো পড়ুন: রাজ্য অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা ! পশ্চিমবঙ্গ কত নং এ আছে দেখুন

বাকরাহাটের ওই বেসরকারি সংস্থা জানিয়েছে ICMR স্বীকৃত এই কীটের দাম মাত্র ৫০০ টাকা এর থেকে কম দামে এখন পর্যন্ত আর কোথায় কিট পাওয়া যাবে না। এমনকি এই কিত্ দিয়ে পরীক্ষার ৯০ মিনিটের মধ্যে ফল পাওয়া যাবে।

সূত্রের খবর বিভিন্ন রাজ্য এই কিত্ কেনার আগ্রহ প্রকাশ করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ