Advertisement

মদের দোকান খোলাতে খুশির হাওয়া মাতাল মহলে



আমার ভারত ব্যুরো: করোনার তান্ডবে প্রথম দ্বিতীয় এর পর তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে ভারতে। এই তৃতীয় দফার লোকডাউন এ সব থেকে বেশি কড়াকড়ি হয়েছে রেড জোনে। কিছু কিছু বিধিনিষেধ এখনো থাকছে গ্রীন ও ওরেঞ্জ জোনেও।

এরই মাঝে প্রত্যাহার করে নেওয়া হলো মদ বিক্রির নিষেধাজ্ঞা। ফলত মাতাল মহল খুব খুশি সরকারের এই সিদ্ধান্তে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাতাল আমাদের প্রতিনিধি কে জানাই "সরকার শুধু শুধু এতদিন মদের  উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যারা মদ খাওয়া তারা ঠিকই চড়া দামে হলেও মদ কিনে খেয়েছে, এতে একশ্রেণীর মানুষ এর ফায়দা হয়েছে, আর সরকারের কিন্তু এতে ক্ষতিই হয়েছে "।

স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মদ বিক্রি নিয়ে বেশ কিছু শর্তের উল্লেখ করা আছে-

১. ২১ বছরের কম বয়সের কাওকে মদ বিক্রি করা যাবে না।
২. প্রকাশ্যে মদ্য পান করা চলবে না।
৩. দোকানের সামনে ৫ জনের বেশি জমায়েত হতে পারবে না, আর ওই ৫ জনের মধ্যেও নির্ধিষ্ট দুরুত্ব বজায় থাকতে হবে।

এইসব বিধিনিষিধে মানতে পারলে মদবিক্রির ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে মদ কোন কোন জোনে পাওয়া যাবে সে ব্যাপার এ নির্ধিষ্ট করে বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।

তবে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে হিন্দুস্তান টাইমস কে দেওয়া তথ্য অনুযায়ী একমাত্র গ্রীন জোনেই পাওয়া যাবে মদ। এমনকি গ্রামীণ এলাকাতেও মদ বিক্রির নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ।










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ