আমার ভারত ব্যুরো: পৃৃৃথিবীর দিকে ক্রমশই ধেয়ে আসছে বিশাল এই হিমালয় সমান গ্রহাণুু। এই উল্কাপিণ্ডের নাম 52768।
মহাবিশ্বে প্রতিনিয়ত কিছু না কিছু মহাজাগতিক ঘটনা ঘটেই চলেছে, তার কিছু কিছু ঘটে পৃথিবী থেকে অনেক দূরে, আর কিছু ঘটনা পৃথিবীর এতো কাছে ঘটে যে পৃথিবীর মানুষ তার সাক্ষী থাকতে পারে। এবার পৃথিবীবাসী আবার তার সাক্ষী হতে পারে কিনা সেটাই দেখার।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 29/30 শে এপ্রিল এই উল্কাপাতের সম্ভাবনা প্রবল, এই বিশালাকার, পর্বত সমান উল্কাপিণ্ড পৃথিবীর ওপর আছড়ে পরলে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে পৃথিবী।
যদিও উল্কাপাতের জন্য পৃথিবীতে সেরকম কোনো প্রভাব পড়বে না বলেই মত বিজ্ঞানীদের।
0 মন্তব্যসমূহ
If you have any doubts, please let me know.